৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
বছর পাঁচেক আগের কথা। দুবাই থেকে দেশে ফিরছি।
আমার টিকিট ছিল ইকোনােমিক ক্লাসের। কিন্তু
ইকোনােমিক ক্লাসে প্যাসেঞ্জারের সংখ্যা অধিক থাকায়
এমিরেটস্ এয়ারলাইনস কর্তৃপক্ষ আমাকে বিজনেস
ক্লাসে সিট করে দিল। আমার পাশে যে-ভদ্রলােক
বসেছিলেন তিনিও বাংলাদেশী, তবে তাঁর আমেরিকান
নাগরিকত্ব আছে। তিনি বিশাল ব্যবসায়ী, অনেক
টাকার মালিক, সিটটাও ছিল বিজনেস ক্লাসের।
অবতরণের সময় বিমানের চাকা যখন ঢাকা
বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল তখন দেখি তাঁর
সারা শরীর থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে
বললাম, আপনার শরীর এভাবে কাঁপছে কেন? দেখি
ভদ্রলােকের চোখে পানি চলে এসেছে। ভদ্রলােক কাঁপা
কণ্ঠে উত্তর দিলেন, এটা হচ্ছে দেশের প্রতি ভালােবাসা
আর মায়ার টান। আমি একত্রিশ বছর বিদেশে থেকেও
বিদেশি হতে পারিনি, পারবও না, সম্ভবও না। আমি
যখনই এই এয়ারপাের্টে আসি তখনই আমার এরকম
শরীর কাঁপতে থাকে, চোখে পানি এসে যায়।
ভদ্রলােকের অনুভূতিটা আমি বুঝতে পেরেছিলাম।
দেশে এলে তিনি প্রত্যেকবারই দেশের প্রতি তাঁর তীব্র
ভালােবাসার আবেগে আবেগাপুত হন। এটা শুধু ঐ
ভদ্রলােকের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই ঘটে। দেশে
এবং বিদেশে এরকম অনেক অভিজ্ঞতা আমার হয়েছে।
কিছু-কিছু অভিজ্ঞতা সত্যি আনন্দের যা বসন্তের মতাে
আনন্দ নিয়ে আসে, আবার কিছু-কিছু অভিজ্ঞতা অত্যন্ত
মর্মান্তিক যেগুলাে বর্ষার মতাে কান্নার ধারা ঝরায়। এই
সকল আনন্দ-বেদনার সংমিশ্রণে ছােট্ট উপস্থাপনা
বসন্ত বর্ষার দিগন্ত-যেখানে 'দিগন্ত' হল হাতছানি
দিয়ে ডাকা সেই বিদেশ যেখানে গিয়ে আসলে আমরা
বুঝতে পারি দেশ কত আপন, দেশ কত প্রিয়, দেশ
কত ভালােলাগার ও ভালােবাসার।
Title | : | বসন্ত বর্ষার দিগন্ত |
Author | : | মোশতাক আহমেদ |
Publisher | : | নালন্দা |
ISBN | : | 9789848844847 |
Edition | : | 2013 |
Number of Pages | : | 112 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোশতাক আহমেদ জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫ ফরিদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলাজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন: রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটদের গ্রহে, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানর, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিটো, গিগো, রিরি, নিরি। সায়েন্স ফিকশন সিরিজ রিবিট কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট। ভৌতিক: অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা। গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : ডাইনোসরের ডিম, লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ।
স্মৃতিকথা: এক ঝলক কিংবদন্তী হুমায়ুন আহমেদ।মুক্তিযুদ্ধ: নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। জকি তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। পুরস্কার : নক্ষত্রের রাজারবাগ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮।
If you found any incorrect information please report us